জন্ম নিবন্ধন ও সনদ
ক্রমিক | সেবা সমূহ | সেবা মূল্য | সময়সীমা | দায়িত্বপ্রপ্ত কর্মকর্তা/কর্মচারী | সেবা সরবরাহ/সেবা প্রাপ্তির প্রক্রিয়া |
---|---|---|---|---|---|
১ | জন্ম নিবন্ধন ও সনদ | ক) জন্মের তারিখ হতে ৪৫ দিন সর্ম্পন ফ্রি খ) জন্মের ৪৫ দিন হতে ৫ বছর পযর্ন্ত ২৫ (পাঁচিশ) টাকা) গ) ৫বছর পর হতে নিবন্ধন ফি ৫০ টাকা গ)জন্ম সনদের দ্বি-নকল কপি সরবরাহ ফি -৫০/- টাকা ঘ)তথ্য সংশোধন ফি -৫০/- এবং জন্মতারিখ ও সাল সংশোধন ফি -১০০/- | ১৫ দিন | স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মামুনুর রশিদ 01724220082 কক্ষ-১০৩ | ক) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। খ) আবেদনের হার্ড কপির সাথে বয়স প্রমাণের জন্য এস,এস,সি সনদ /জাতীয় পরিচয় পত্রের ফটোকপি/শিশুদের ক্ষেত্রে টিকার কার্ড/এমবিবিএস ডাক্তার কর্তৃক পত্যায়ন ও ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে প্রধান শিক্ষক কর্তৃক প্রত্যায়ন সংযুক্ত করতে হবে। |